Tuesday, August 22, 2017

রা্ন্না ঘরের শাকসবজি-২

চিংড়ি- কচুর লতি




উপকরনঃ দেশি চিংড়ি মাছ এক কাপ, ভাপ দেওয়া কচুর লতি ২ কাপ, তেজপাতা একটি, রসুন কুচি এক চামচ,হলুদ গুরা আধা চামচ,কাচা মরিচ ২-৩ টি,পেয়াজ কুচি এক চামচ, পেয়াজবাটা এক চামচ,রসুন বাটা আধা চামচ, আদাবাটা আধা চামচ, লবন প্রয়োজনমত, তেল  প্রয়জনমত।

প্রনালিঃ কড়ােইয়ে তেল  দিয়ে তাতে তেজপাতা, রসুনকুচি, পেয়াজকুচি দিয়ে ভেজে নিয়ে েএতে পেয়াজবাটা, আদাবাটা, রসুন বাটা, জিরাবাটা, হলুদ-মরিচ গুরা ,লবন ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিন।কষান হলে মাছ দিন, একটু কষিয়ে ভাপ দেওয়া লতি দিন, কাচা মরিচ দিন। মাছ ও লতি সেদ্ধ হয়ে মাখা মাখা হলে পরিবেশন করুন

কাসুন্ধি - হেলেঞ্চা

 উপকরনঃরসুন কুচি এক চামচ,হলুদ গুরা আধা চামচ,কাচা মরিচ ২-৩ টি,পেয়াজ কুচি এক চামচ, পেয়াজবাটা এক চামচ,রসুন বাটা আধা চামচ, আদাবাটা আধা চামচ, লবন প্রয়োজনমত, তেল  প্রয়জনমত।

প্র্রনালিঃ শাক , পেয়াজ, কাচা মরিচ, রসুন, লবন এক সঙ্গে প্যানে বসিয়ে নিন।শাক সেদ্ধ হলে গরম তেলে রসুন, পেয়াজ শুকনা মরিচ লাল করে ভেজে সেটা শাকে দিয়ে দিন। নেড়েচেড়ে নামিয়ে গরম শাকর ওপর কাসুন্ধি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।




এস আই নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ পুলিশের বহিরাগত ক্যাডেট নিরস্ত্র (এ্স আই) নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ন পরীক্ষার্থীদের মেীখিক পরীক্ষার তারিখ ও সময় পুলিশ ওয়েব সাইট প্রকাশ হবে।

উত্তীর্ন পরীক্ষার্থীদের  তাদের সকল সনদ পত্রের মুল কপিসহ উপস্থিত থাকতে হবে।
ফলাফল দেখুন এই  লিংকে



Monday, August 21, 2017

২০১৫ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস)পরীক্ষার তারিখ ও সময়সূচী সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি ।

জাতীয় বিশ্ববিদ্যালয়  ডিগ্রী পাশ ও সার্টিফিকেট পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। বর্তমানে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কারনে এই পরির্তন করা হয় বলে জাতীয় বিশ্ববিদ্যালয় সুত্রে জানান হয়।দেশের বয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থায় পরীক্ষা নেওয়া কোন ভাবেই সম্বব নয়।স্থগিত পরীক্ষাসমুহ ২৬/০৪/৭ থেকে  ২/০৯/৭ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে।







Sunday, August 20, 2017

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বহু পদে নিয়োগ বিজ্ঞপ্তী প্রকাশ করেছে

পদের নামঃ রেজিস্টার, সহকারী রেজিস্ট্রার
                 সেকশন অফিসার,
               সিনিয়ন এসিস্ট্যান্ট
                জুনিয়র এসিস্ট্যান্ট
               সুপারভাইজার

              প্লাম্বার
             মালি
             আয়া
             ইত্যাদি
            এছাড়াও বহু পদ
আবেদন করুন এখনি
আবেদনের শেষ তারিখ ঃ ১৪/০৯/২০১৭

যোগ্যতা ঃ পদ অনুযায়ী


রেলের অগ্রিম টিকেটের সময়সূচী

বাংলাদেশ রেলের অগ্রীম টিকিটের সময়সূচী প্রকাশিত হয়েছে। আগামী ১৮ আগষ্ট থেকে বিভিন্ন রুটের টিকিট পাওয়া যাবে।