Sunday, August 20, 2017

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বহু পদে নিয়োগ বিজ্ঞপ্তী প্রকাশ করেছে

পদের নামঃ রেজিস্টার, সহকারী রেজিস্ট্রার
                 সেকশন অফিসার,
               সিনিয়ন এসিস্ট্যান্ট
                জুনিয়র এসিস্ট্যান্ট
               সুপারভাইজার

              প্লাম্বার
             মালি
             আয়া
             ইত্যাদি
            এছাড়াও বহু পদ
আবেদন করুন এখনি
আবেদনের শেষ তারিখ ঃ ১৪/০৯/২০১৭

যোগ্যতা ঃ পদ অনুযায়ী


রেলের অগ্রিম টিকেটের সময়সূচী

বাংলাদেশ রেলের অগ্রীম টিকিটের সময়সূচী প্রকাশিত হয়েছে। আগামী ১৮ আগষ্ট থেকে বিভিন্ন রুটের টিকিট পাওয়া যাবে।

Saturday, August 12, 2017

মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে নিয়োগ

মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তী প্রকাশিত হয়েছে। প্রথম ও দ্বিতীয় শ্রেনীর অনেকগুলো পদে লোক নিয়োগ করা হবে। আবেদন করুন এখুনি


৪০০০ নার্স নিয়োগ বিজ্ঞপ্তী

স্বাস্থ ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের অধীনে ৪০০০ নার্স নিয়োগ বিজ্ঞপ্তী প্রকাশিত হয়েছে। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ন পিএসসি এর অধীনে হবে।সম্পীতি এই পদটি প্রধানমন্ত্রী কর্তৃক দ্বিতীয় শ্রেনী ঘোশিত হয়েছে।তাই পদটি খুবই লোভনীয়।সরাসরি পিএসসি আবেদন করুন এখন ই।

আবেদন গ্রহনের তারিখঃ 10/08/2017 ইং

আবেদনের শেষ তারিখঃ 30/08/2018 ইং

Wednesday, August 9, 2017

রান্নাঘরের শাকসবজি

রুই কলমির বিরিয়ানী

উপকরনঃ রুই মাছ একটি,পোলাওয়ের চাল ২ কাপ,আদাবাটা ২ চা চামচ,পেঁয়াজ বাটা ২ চাচামচ,পেয়াজ কুচি সিকি কাপ,বেরেস্তা সিকি কাপ,কাচা মরিচ ১০-১২ টি,ভাপ দেওয়া কলমি শাক, ধনে পাতা পুদিনা পাতা, কাচাঁ মরিচএকত্রে বাটা 1 কাপ,টক দই আদা কাপ,তেল বা ঘি আদা কাপ,দারুচিনি ২ টুকরা, লবন পরিমান মত,চিনি ১ চা চামচ,লেবুর রস ২ চা চামচ।

প্রনালীঃ মাছ বড় টুকরা করে ধুয়ে পানিতে ঝরিয়েনিন। সামান্য আদা-পেয়াজ বাটা, লেবুর রস, কলমি শাক, ধনে পাতা, পুদিনা পাতা, কাচা মরিচ একত্রে বাটা, টক দই , লবন মাখিয়ে ৩০ মিনিট রাখুন।পোলাও রান্নার হাড়িতে তেল গরম করে পেয়াজ ভেজে বাকি বাটা মসলা ভুনে মাছে দিয়ে অল্প আঁচে ১৫ মিনিট রান্না করতে হবে।মাঝে একবার মাছ উল্টিয়ে দিন।লেবুর রস দিয়ে চিনি দিয়ে কয়েকবার নেড়ে দিন।মৃদু আঁচে ১৫-২০ মিনিট রেখে হাড়িঁ থেকে কিছু পোলাও তুলে মাছ, মরিচ কিছু বেরেস্তা , কাজু বাদাম দিয়ে সাজিয়ে বাকি পোলাও দিয়ে ঢেকে দিন। কিছু বেরেস্তা ছিটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ১০-১৫ মিনিট দমে রেখে ওপরে ঘি ছড়িয়ে পরিবেশন করুন মজাদার বিরিয়ানি।